২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ইংলিশ প্রিমিয়ার লিগে আলাদা ভাবে জয় পেয়েছে লিভারপুল ও টটেনহাম

    ইংলিশ প্রিমিয়ার লিগে আলাদা ভাবে জয় পেয়েছে লিভারপুল ও টটেনহাম। দিনের হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে লিভারপুল। এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধে আক্রমন আর পাল্টা আক্রমনে খেলা রোমাঞ্চকর হলোও কোন দলই জালের দেখা পায়নি। বিরতি থেকে ফিরে গতি বাড়ায় লিভারপুল। ৫৪ মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় দলটি।

    মাঝমাঠ থেকে থিয়াগো আলকান্তারার দারুণ পাস ডি-বক্সের বাইরে ধরে বল জালে পাঠান দিয়োগো জটা। এর আট মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবের্তো ফিরমিনো।এই নিয়ে লিগে টানা ৯ ম্যাচ জিতল লিভারপুল। ২৯ ম্যাচে ২১ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৬৯। ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।এক ম্যাচ কম খেলা চেলসি ৫৯ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে।

    লিগে টানা পাঁচ ম্যাচ জয়ের পর হারের স্বাদ পাওয়া আর্সেনাল ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে ২৯ ম্যাচ খেলা ম্যানচেস্টার ইউনাইটেড।

    দিনের অপর ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে  টটেনহাম।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর