রোববার (১৩ মার্চ) রাত পৌনে ৮টার দিকে চট্টগ্রামের হালিশহরের বি-ব্লকে একটি ফার্নিচার ও যন্ত্রাংশের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ফায়ার সার্ভিস জানায়, বি-ব্লকের একটি ফার্নিচার ও যন্ত্রাংশের দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের উপ সহকারী পরিচালক ফরিদ আহমদ রাইজিংবিডিকে তথ্যর সত্যতা নিশ্চিত করেছেন।