৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ইউক্রেনে মসজিদে আশ্রয় নেয়া ৮০ জনের ওপর বোমা হামলা রাশিয়ার

    ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে হামলা জোরালো করেছে রাশিয়া। ইউক্রেন কর্তৃপক্ষ বলেছে, মারিউপোলে কমপক্ষে ৮০ জন বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন এমন একটি মসজিদে হামলা চালানো হয়েছে। তবে এ দাবির নিরপেক্ষতা যাচাই করা যায়নি। রিপোর্টে বলা হয়েছে, রাশিয়ান সেনারা কিয়েভের কেন্দ্রস্থলের ২৫ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে। বন্দর নগরী মারিউপোলে মানবিক অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে।

    অব্যাহতভাবে সেখানে বোমা হামলা করা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। রাশিয়া বলেছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে অব্যাহত যোগাযোগ রক্ষা করে চলছে।

    শনিবার রাশিয়ার পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী সের্গেই রাইবকোভ বলেছেন, যদি ওয়াশিংটন রাজি থাকে তাহলে তারা অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করতে প্রস্তুত। কিন্তু এক্ষেত্রে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর