৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    অবশেষে থাইল্যান্ড থেকে শেন ওয়ার্নের মরদেহ অস্ট্রেলিয়ায়

    অবশেষে থাইল্যান্ড থেকে শেন ওয়ার্নের মরদেহ অস্ট্রেলিয়ায় নেয়া হয়েছে। প্রাইভেট জেটে করে ব্যাংকক থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় মেলবোর্নের এসেনডন ফিল্ডস এয়ারপোর্টে পৌঁছায় ওয়ার্নের কফিন বহনকারী বিমানটি। অস্ট্রেলিয়া সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস এই তথ্যটি জানিয়েছে। গত শুক্রবার থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপের একটি ভিলায় সন্দেহজনক হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ৫২ বছর বয়সী ওয়ার্নের। ময়নাতদন্তে থাই পুলিশ কোনো অস্বাভাবিকতা খুঁজে পায়নি। ওয়ার্নের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে তারা নিশ্চিত করেছে। এরপরই শুরু হয় তার মরদেহ দেশে ফিরিয়ে আনার কার্যক্রম। টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ উইকেট নেওয়া ওয়ার্নের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ৩০ মার্চ রাষ্ট্রীয় মর্যাদায় হবে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ওই দিন লাখ লাখ দর্শকের উপস্থিতিতে লেগ স্পিন জাদুকরকে শেষ শ্রদ্ধা জানানো হবে বলে ভিক্টোরিয়া রাজ্যের প্রধান জানান। যেখানে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং ভিক্টোরিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ড্যানিয়েল অ্যান্ড্রুস। জানা গেছে, ওয়ার্নের ম্যানেজার জেমস আর্সকাইনই শেষকৃত্যের জন্য এমসিজির নাম প্রস্তাব করেছিলেন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর