৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    মেহেরপুরে খেজুরের রস খেয়ে  নারীসহ ৬ জন অসুস্থ

    মেহেরপুরের গাংনী শহরের থানাপাড়ায় খেজুরের রস পান করে দুই পরিবারের ছয়জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল বুধবার দিনের বিভিন্ন সময়ে তারা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

    অসুস্থরা হলো গাংনী পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ড থানাপাড়া এলাকার খোদা বকসের ছেলে সাহারুল ইসলাম (৪৫), তার স্ত্রী আয়েশা খাতুন (৩০), মেয়ে কেয়া খাতুন (১৬), আব্দুর রহিমের ছেলে রাকিবুল ইসলাম (৪০), হাফিজুল ইসলামের স্ত্রী রেকসোনা খাতুন (৩২) ও  ছেলে আবিদ হোসেন (১৫)।

    অসুস্থ সাহারুল ইসলাম জানান, গত মঙ্গলবার রাতে প্রতিবেশী আনারুল ইসলামের কাছে থেকে ওই দুই পরিবারের লোকজন খেজুরের রস কিনে সকলে মিলে পান করে।

    এরপর মধ্যরাত থেকে পাতলা পায়খানা ও বমি হওয়া শুরু হয়। পরে সকালে তাদের সবাই হাসপাতালে ভর্তি হয়। একে একে অন্য সদস্যদের অবস্থাও একই রকম হলে তারাও হাসপাতালে ভর্তি হয়।

    গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক উপসহকারী মেডিকেল অ্যাসিসট্যান্ট (স্যাকসো) তানভীর আহমেদ জানান, বর্তমানে সবাই সুস্থ রয়েছে। তবে তাদের হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর