মঙ্গলবার (৮ মার্চ) দুপুরের পর কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ‘ডি’ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রামু ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আপেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে বিকেল ৩টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
তবে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিক নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।