২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    দুই শিশুকে গলা কেটে হত্যা, আটক মামা

    সোমবার (৭ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাদের মামা মাহবুবকে (২৫) আটক করেছে পুলিশ।

    নিহত শিশুরা হলো- নেত্রকোনার বাসিন্দা জাকির হোসেন ও সালমা আক্তার দম্পতির মেয়ে সায়মা (৫) এবং নান্দাইল উপজেলার জাহাঙ্গীর আলম ও হালিমা খাতুন দম্পতির মেয়ে তৃপ্তি (৩)।

    স্থানীয়রা জানান, নিহতরা সম্পর্কে খালাতো বোন। প্রায় সাত থেকে আট দিন আগে তারা নানার বাড়ি বেড়াতে এসেছিল। মাহাবুব মানসিক ভারসাম্যহীন রোগী।

    দুপুর পৌনে ১২টার দিকে মাহাবুব তার ২ ভাগনিকে ঘরে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে। এলাকাবাসী মাহাবুবকে ধাওয়া করলে তিনি স্থানীয় একটি মসজিদে গিয়ে অবস্থান নেন। পরে মসজিদের চারপাশ ঘেরাও করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মাহবুবকে আটক করে।

    ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির মিয়া জাগো নিউজকে বলেন, আমরা ঘটনাস্থলে আছি। নিহত দুই শিশুর মামাকে আটক করা হয়েছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর