মানবিক কার্যক্রম চালানোর জন্য ইউক্রেনের মারিওপোল ও ভলনোভকা শহরে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। বাংলাদেশ সময় দুপুর ১টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
বিবিসি এবং রাশিয়ার সংবাদমাধ্যম আরটি’র প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।সাড়ে পাঁচ ঘণ্টার জন্য এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।আজভ সাগরের তীরের বন্দর শহর মারিউপোলের বেসামরিক নাগরিকদের দেশ ছাড়ার সুযোগ দিয়ে সাময়িকভাবে এই ঘোষণা করল রাশিয়া।
মারিউপোলের পাশাপাশি ভলনোভাকা শহরেও ঘোষণা করা হয়েছে এ যুদ্ধবিরতি।
বেলারুশে দ্বিতীয় দফার শান্তি বৈঠকের পরে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরের বেসমারিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিতে দুই দেশই ঐকমত্য হয়েছিল।তারই ভিত্তিতে মস্কোর এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক আগ্রাসনের নির্দেশ দেন। পরে বিভিন্ন শহরে হামলার খবর পাওয়া যায়। এখন পর্যন্ত ইউক্রেনের কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে রুশ সেনারা।