২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৫৬

    পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের একটি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে।

    শুক্রবারের এই বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে ১৯৪ জন।

    পেশোয়ারের কোচা রিসালদারে মসজিদের ভেতর এ হামলা হয় বলে ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

    প্রদেশটির লেডি রিডিং হাসপাতালে আহতদের নেয়া হয়েছে। হাসপাতালটির মিডিয়া ম্যানেজার অসীম খান জানান, এখন পর্যন্ত ৫৬ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।

    খাইবার পাখতুনখোয়ার মন্ত্রী কামরান বঙ্গাশ জানান, হামলাকারী ছিল দুজন। তাদের মধ্যে একজন ছিল আত্মঘাতী হামলাকারী।

    ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) ইজাজ আহসান একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন।

    তিনি জানান, দুই হামলাকারী নগরীর কিসা খোয়ানি বাজারের মসজিদটিতে প্রবেশের চেষ্টা করে। পাহারায় থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় তারা। এ সময় এক পুলিশ সদস্য নিহত ও অপরজন আহত হন।

    পুলিশের এই কর্মকর্তা জানান, পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয়। অন্যজন দৌড়ে মসজিদের ভেতর প্রবেশ করে বোমার বিস্ফোরণ ঘটায়।

    পুলিশ কর্মকর্তা ওয়াহেদ খান জানান, শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য মুসল্লিরা মসজিদে জড়ো হচ্ছিলেন। ঠিক এই সময় হামলা হয়।

    শায়ান হায়দার নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে প্রবেশ করছিলাম। ঠিক এই সময় বিস্ফোরণ হয়। আমি ছিটকে মসজিদের সামনের রাস্তায় গিয়ে পড়ি। চোখ খুলে দেখি আমার চারপাশে লাশ আর লাশ।’

    এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

    পুলিশ কর্মকর্তা ইজাজ আহসান বলেন, ‘তদন্ত শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না।’

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর