২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    মালিবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

    বুধবার (২ মার্চ) দিবাগত রাত পৌনে দুইটার দিকে রাজধানীর রামপুরায় রাসেল এন্টারপ্রাইজ নামে ভাঙাড়ির দোকানে আগুন লেগে ৫ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনার পর চিকিৎসা দেওয়া হচ্ছে।

    আগুনে দগ্ধরা হলেন- দোকানের মালিক নাদের আলী (৫০), শ্রমিক সিদ্দিক (৬০), হেলাল (৫০), নূরনবী (৫১) ও ইউসুফ (৪৯)।

    তাদের প্রতিবেশি আকরাম হোসেন জানান, মধ্যরাতে মালিকসহ ৪ শ্রমিক একটি পিকআপভ্যানে ভাঙাড়ি মালামাল তোলার সময় হঠাৎ সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এরা সবাই দগ্ধ হন। পরে খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। মনে হচ্ছে, পুরাতন কোনো ভাঙাড়ির মালামাল থেকে আগুন লেগেছে। কিন্তু কিভাবে আগুন লাগছে এটা বলতে পারছি না।

    শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, আমাদের এখানে আগুনে পুড়ে যে ৫ জন দগ্ধ রোগী এসেছে তাদের মধ্যে নাদের আলীর শরীরের ৪৩ শতাংশ, সিদ্দিকের ৭৪, হেলালের ৮৫, নূরনবী ৪২ ও ইউসুফের ১২ শতাংশ দগ্ধ হয়েছে। তদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবার অবস্থা আশঙ্কাজনক।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর