২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    বাইডেন বললেন স্বৈরশাসকদের মূল্য দিতে হবে

    বাংলাদেশ সময় বুধবার (২ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইতিহাসে দেখা গেছে, আগ্রাসী আচরণের কারণে স্বৈরশাসকরা যদি মূল্য না দেয়, তাহলে তারা আরও বিশৃঙ্খলা তৈরি করবে। স্বৈরশাসকদের মূল্য দিতে হবে।

    তিনি বলেন, কোনরকম উসকানি ছাড়াই রাশিয়া পূর্ব-পরিকল্পিতভাবে ইউক্রেনে হামলা করেছে।

    বাইডেন বলেন, ‘স্বাধীনতাকামী জাতিরা’ একজোট হয়ে আমেরিকার পাশে এসে দাঁড়িয়েছে।

    ‘পুতিন ভুল ছিল। আমরা তৈরি ছিলাম, বলেন প্রেসিডেন্ট বাইডেন।

    ইউক্রেনের জনগনের প্রশংসা করে বাইডেন বলেন, তারা হচ্ছে শক্তিশালী প্রাচীরের মতো, যেটা কেউ ধারণা করেনি।

    ‌‘ছয়দিন আগে পুতিন চেয়েছিল স্বাধীন পৃথীবির ভিত্তি নাড়িয়ে দিতে। সে ভেবেছিল তার মতো করে এটা বাঁকা করতে পারবে। কিন্তু তার হিসেব ছিলো পুরোপুরি ভুল’, বলেন বাইডেন।

    এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কঠোর বার্তা দেওয়ার জন্য জো বাইডেনের প্রতি আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বার্তা সংস্থা রয়টার্স ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টের প্রতি পুতিনকে কড়া বার্তা দেওয়ার আহ্বান জানান জেলেনস্কি।

     

    সূত্র: বিবিসি, সিএনএন

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর