৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    রাশিয়ার সঙ্গে আলোচনায় রাজি ইউক্রেন

    রোববার (২৭ ফেব্রুয়ারি) টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে মাধ্যমে জানা যায় অবশেষে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে ইউক্রেন। প্রতিবেশী দেশ বেলারুশের সীমান্তে বৈঠক করবেন উভয় পক্ষের প্রতিনিধিদল।

    ইউক্রেন জানিয়েছে, আলোচনায় বসতে রাশিয়া যে পূর্বশর্ত দিয়েছিল, তা তুলে নেওয়া হয়েছে।

    এর আগে রাশিয়ার এক বিবৃতিতে জানানো হয়েছিল, মস্কোর প্রতিনিধিরা ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে চায়। এজন্য তারা বেলারুশের গোমেল শহরে বৈঠকে বসতে আগ্রহী।

    তবে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, ‌‘ইউক্রেন অবশ্যই রাশিয়ার সঙ্গে বৈঠক করতে আগ্রহী। তবে আমারা বেলারুশে প্রতিনিধি পাঠাবো না। কারণ, এই দেশটিকে ব্যবহার করে আমাদের দেশে হামলা চালানো হয়েছে। বেলারুশ বাদে আমরা অন্য যেকোনো স্থানে মস্কোর সঙ্গে কথা বলতে রাজি।’

    ভলোদিমির জেলেনস্কি আলোচনায় বসার জন্য রাশিয়ার কাছে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ, স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা, তুরস্কের ইস্তানবুল, আজারবাইজানের রাজধানী বাকুতে আলোচনায় বসতে প্রস্তাব করেন।

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে বৃহস্পতিবার ভোর থেকে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা চালাতে শুরু করে রুশ বাহিনী। গত চার দিনের যুদ্ধে ইউক্রেনে কয়েশ শত বেসামরিক মানুষ নিহত হয়েছেন।  বাস্তুচ্যুত হয়ে প্রতিবেশী পোল্যান্ডসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে ২ লাখের বেশি মানুষ।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর