২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ২১ জুন ফখরুলসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি

    রাজধানীর পল্টন থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২১ জুন দিন ধার্য করেছেন আদালত।

    রোববার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ ফাতেমা ফেরদৌস এই দিন ধার্য করেন।এদিন মির্জা ফখরুল হাজিরা দিতে আদালতে উপস্থিত হন। মামলার অন্য আসামি শিমুল বিশ্বাস করোনায় আক্রান্ত হওয়ায় আদালতে উপস্থিত হতে পারেননি। এজন্য আসামিপক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে ২১ জুন অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন।

    বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে ২০১৮ সালে রাজধানীর পল্টন থানায় এ মামলাটি দায়ের করা হয়েছিল। মামলা নম্বর ৬ (১) ১৪। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ৩৫৩, ৩৪১, ৩৩২, ৩০৭, ৪৩৫, ৪২৭, ১০৯, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।

    একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনের ৩/৬ ধারাতেও অভিযোগ করা হয়েছে। এরপর ৫১ আসামির বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর