৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    হয়ে গেলো এশিয়ান কাপের চূড়ান্ত বাছাইর  গ্রুপ পর্বের ড্র

    ফুটবল এশিয়ান কাপের চূড়ান্ত বাছাইর  গ্রুপ পর্বের ড্র হয়েছে।  বাছাইপর্বে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। বৃহস্পতিবারের ড্রয়ে বাংলাদেশের স্থান হয়েছে গ্রুপ ই-তে। লাল-সবুজদের সঙ্গে একই গ্রুপে খেলবে বাহরাইন, তুর্কমেনিস্তান ও মালয়েশিয়া। এর তিন দলের চেয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। বাহরাইনের র‍্যাঙ্কিং ৮৯, তুর্কমেনিস্তানের ১৩৪, মালয়েশিয়ার ১৫৪। বাংলাদেশের ফিফা র‍্যাঙ্কিংয়ে অবস্থান ১৮৬। বাছাইপর্বের আগে ৪ নম্বর পাত্রে অবস্থান ছিল বাংলাদেশের। তাদের সঙ্গে একই পাত্রে ছিল সিঙ্গাপুর, নেপাল, কম্বোডিয়া ও শ্রীলঙ্কা। এশিয়ান কাপের ২০২৩ আসর বসবে চীনে। গতবারের মতো এবারও প্লে-অফ খেলেই এশিয়ান কাপের মূল পর্বের বাছাই খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু এবার এএফসির নতুন নিয়মে তৃতীয় সেরা পঞ্চম দল হিসেবে টুর্নামেন্টে সরাসরি খেলার সুযোগ পান জামাল-ভূঁইয়ারা।

    এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপিং

    ‘এ’ গ্রুপ : জর্ডান, কুয়েত, ইন্দোনেশিয়া ও নেপাল।

    ‘বি’ গ্রুপ : ফিলিস্তিন, ফিলিপাইন, ইয়েমেন ও মঙ্গোলিয়া।

    ‘সি’ গ্রুপ : উজবেকিস্তান, থাইল্যান্ড, মালদ্বীপ ও শ্রীলংকা।

    ‘ডি’ গ্রুপ : ভারত, হংকং, আফগানিস্তান ও কম্বোডিয়া।

    ‘ই’ গ্রুপ : বাহরাইন, তুর্কমেনিস্তান, মালয়েশিয়া ও বাংলাদেশ।

    ‘এফ’ গ্রুপ : কিরগিজস্তান, তাজিকিস্তান, মিয়ানমার ও সিঙ্গাপুর।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর