২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    বাংলাদেশের  ছয়ে ওঠার হাতছানি

    বাংলাদেশের অবস্থান আইসিসির ওয়ানডে র‌্যাংকিং এ  এখন সপ্তম স্থানে। তবে আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলেই এক ধাপ উন্নতি হবে টাইগারদের।

    বর্তমানে ৯১ রেটিং পয়েন্ট বাংলাদেশের। ৯৩ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে পাকিস্তান। অর্থাৎ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের রেটিং ব্যবধান ২। আফগানদের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে তামিমবাহিনীর রেটিং হবে ৯৪। তখন পাকিস্তান সরিয়ে ছয়ে উঠবে টাইগাররা।

    অন্যদিকে সিরিজে হোয়াইটওয়াশ হলেও র‌্যাংকিংয়ের দশম স্থানেই থাকবে আফগানিস্তান। তবে তারা ৩ রেটিং পয়েন্ট হারাবে। বর্তমানে ৬৭ রেটিং নিয়ে দশমস্থানে রয়েছে আফগানরা।

    সিরিজ ২-১ ব্যবধানে জিতলে সপ্তম স্থানেই থাকবে বাংলাদেশ। রেটিংও ৯১ থাকবে। আর ২-১ ব্যবধানে সিরিজ হারলেও অবস্থানের পরিবর্তন হবে না। তবে রেটিং পয়েন্ট নেমে আসবে ৮৮তে।

    আর আফগানদের কাছে হোয়াইটওয়াশ হলে ৬ রেটিং হারাবে বাংলাদেশ। তখন ৮৫ রেটিং নিয়ে থাকতে হবে সপ্তম স্থানেই। এতে ৯ রেটিং বাড়বে আফগানদের। তবে তাদের অবস্থানেরও পরিবর্তন হবে না।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর