দিনাজপুরের হিলিতে তিন দিনের ব্যবধানে খুচরা বাজারে ৭ থেকে ৮ টাকা কমেছে দেশীয় পেঁয়াজের দাম। গত তিন দিন আগে দেশীয় পেঁয়াজ প্রকারভেদে বিক্রি হয়েছিলো ৩৮ থেকে ৪০ টাকা। বর্তমানে সেই পেঁয়াজ প্রকারভেদে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা দরে। অন্য দিকে দাম কমে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকায়।
হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানির কারনেই কমেছে দাম। আমদানি বেশি হলে আরো দাম কমতে পারে বলেও জানান তারা।
হিলি কাস্টমসের তথ্য মতে গতকাল রোববার ভারতীয় ১০ ট্রাকে ২৫০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।
ক্রেতা ইউসুফ আলী বলেন, গতকালও পেয়াজ কিনতে হয়েছে ৫০-৫২ টাকায় আজ কমে গেছে।