২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    চুয়াডাঙ্গার দর্শনায় ভুট্টাক্ষেতে  মিললো দুই বৃদ্ধের মরদেহ

     

    চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গার দর্শনায় ভুট্টাক্ষেত থেকে নিখোঁজ দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রামনগর-পরানপুর সড়কের পাশে ঘড়াভাঙ্গা মাঠে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার সড়াবাড়িয়া গ্রামের মৃত ইদ্রীস আলীর ছেলে শওকত আলী (৬৫) ও দর্শনা পৌর এলাকার পরানপুর গ্রামের গোলাম জোয়ার্দারের ছেলে হাফিজুর রহমান জোয়ার্দ্দার (৫৫)। তাদের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

    স্থানীয়রা জানান, দুপুরে দর্শনা রামনগর মাঠে ভুট্টাক্ষেতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে সানিউল ইসলামের ভুট্টাক্ষেত থেকে শওকত আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি সড়াবাড়িয়া গ্রামের। অপরদিকে, পরানপুর মাঠের জলিল ক্যামিস্টের ভুট্টাক্ষেতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি পরানপুর গ্রামের হাফিজুর রহমান জোয়ার্দ্দার বলে শনাক্ত করেন স্থানীয়রা। নিহত শওকত আলীর মরদেহের পাশ থেকে কীটনাশকের বোতল পাওয়া গেছে। তিনি শনিবার থেকে নিখোঁজ ছিলেন। অপরদিকে হাফিজুর রহমান জোয়ার্দ্দার ভুট্টাক্ষেতে মুখ থুবড়ে পড়ে ছিলেন। তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি গতকাল থেকে নিখোঁজ ছিলেন। আজ সকালে থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার।

    দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পৃথক মরদেহের উদ্ধারের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর