বরিশাল প্রতিনিধি।।ঢাকা-বরিশাল নৌ-রুটের যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন-১১ থেকে কুপিয়ে হত্যা করা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সকাল সাড়ে ৬ টায় লঞ্চের ছাদে ধোয়া উঠার চিমনির পাশ থেকে অজ্ঞাত (২২) যুবকের ছুরিকাঘাত করা লাশ উদ্ধার করা হয়েছে।
লঞ্চের সুপারভাইজার মোঃ সিরাজ জানান, গতকাল রাত ৯টায় লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে আজ সকালে বরিশাল এসে পৌছে। যাত্রীরা নেমে যাওয়ার পর কর্মচারীরা লঞ্চ পরিস্কার করতে গেলে ছাদে ধোয়া নির্গমনের চিমনির আড়ালে লাশটি দেখতে পায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাতে ঢাকা থেকে বরিশালে আসার কোন এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। যেখানে লাশ পাওয়া গেছে সেখানে সাধারনত যাত্রীরা যায় না। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। লাশ দেখতে পেয়ে পুলিশে নৌপুলিশকে খবর দেয়া হলে তারা এসে লাশটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বরিশাল নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন যুবকের পেটে দুইটি ও বুকের উপরে তিনটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এতে যুবকের পেটেন নারীভুড়ি বের হয়ে গেছে।