বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়ায় সন্ত্রাসীরা পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি জুয়েল প্যাদাকে (৩৫) কুপিয়ে হাত কেটে নিয়েছে । এ হামলার ঘটনা ওই নেতার বাড়ির সামনে ঘটে ।
জুয়েল টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের ফারুক প্যাদার ছেলে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কী কারণে তার উপর হামলা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।