পটুয়াখালী প্রতিনিধি
বেতন বৈষম্য নিরসনের দাবিতে বাংলাদেশ হেলথ্্ এসিসট্যান্ট পটুয়াখালী জেলা এসোসিয়েশন ও স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশনের পক্ষ থেকে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও জেলা সিভিল সার্জনের নিকট স্মরকলিপি প্রদান করা হয়েছে।
ছিলেন বাংলাদেশ হেলথ্ এসিসট্যান্ট পটুয়াখালী এসোসিয়েশনের পক্ষে জেলা শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশন এর সভাপতি মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস এ স্মারকলিপি প্রদান করেন।
জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জি এম সরফরাজ । এর আগে নেতৃবৃন্দ সিভিল সার্জন ডাঃ মোহাম্মাদ জাহাঙ্গীর আলম এর নিকট স্মারক লিপি পেশ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশন জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলামসহ জেলা ও উপজেলার ্্এসোসিয়েশনের সভাপতি ,সাধারন সম্পাদকরা।