পটুয়াখালী প্রতিনিধি:প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল এলায়েন্স এন্ড ইমিউনাইজেশন কর্তৃক “ভ্যকসিন হিরো” উপাধিতে ভূষিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পটুয়াখালীতে আনন্দ মিছিল করেছে জেলা স্বাস্থ্য সহকারী সমিতি ও জেলা স্বাস্থ্য পরিদর্শক সমিতির সদস্যরা।
আনন্দ মিছিলটি পটুয়াখালী সিভিল সার্জন অফিস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জেলা হেলথ ইন্সপেক্টর এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস, বাংলাদেশ হেলথ এ্যাসোসিয়েশন জেলা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।
আরো বক্তব্য রাখেন জেলা মাঠ কর্মচারী সমিতির সাবেক সভাপতি মোঃ মোখলেছুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মোঃ বজলুর রহমান, মোঃ মহসীন মাহমুদ, খোকন খাসকেল, শামীম হাওলাদার, মোঃ সোহেল সিকদার, চন্দন জাহান প্রমুখ। পরে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর হাতে প্রধানমন্ত্রীকে দেয়া অভিনন্দন পত্র হস্তান্তর করেন স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শক সমিতির নেতৃবৃন্দ।