বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল।
সোমবার বিকেল ৫টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে গত সপ্তাহে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছিলেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার আলোচিত খবরকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, নির্বাচন কমিশন, নির্বাচনকালীন সরকার ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বিএনপি চেয়ারপারসন কূটনৈতিকদের সঙ্গে আলোচনা শুরু করেছেন বলে জানা যায়।
আলোচিত খবর/স.ই
